শুন, আমিও দেবী নই…….
- কাজী ফাতেমা ছবি
ভালবেসে যখন থেকে যেতে চাই
তোমার খুব কাছাকাছি
কাঁধে ভর করে দাঁড়াতে গিয়ে
পুড়ি প্রতিহিংসার আগুনে;
প্রতিহিংসার গভীরতা এতই যে,
তোমাকেই দেখলেই অনুমান করতে পারি
সব অস্বীকার করলেও ভালবাসা অস্বীকার!
তোমার নির্দয় মন, কঠিন চেহারা দেখে দেখে
আমিও নি:স্বার্থ হওয়ার উৎসাহ পাই না আর;
এত তুচ্ছ তাচ্ছিল্য কাহাতক সহ্য হয় বল?
অন্তরটা বড় করতে দ্বিধা কেন!
চাইলেই পারতে তুমি
ভালবাসার দরজা উন্মুক্ত করে উদার হতে…
পারোনি! পারবেও না…
শুন, আমিও দেবী নই যে,
এক সাগর মাহাত্ম্য দিয়ে ভালবাসা
জয় করার জন্য অন্তহীন ঠাঁয় দাঁড়িয়ে থাকব।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।