যে মালা পড়িয়েছো তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যে মালা পড়িয়েছো তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
যে মালা পড়িয়েছো তুমি সুমধুর স্নেহে- উদ্দ্যামে,
এই মালা যেন না আসে ফিরে আপনার ধরাধামে।

নব ক্ষমতার উত্তালে নব্য স্বৈরতন্ত্রের-উদ্ভবে,
তুমি অদম্য ছুটেছো মবতন্ত্রের ঘৃণ্য উৎসবে।
ঠিক যেন তুমি ফ্যাসিবাদে এই দুঃখদৈন্যে ভরা প্রাণ,
মুক্তির যে সুন্দর স্বপ্ন,তুমি নিজেই ভেঙ্গেছো সেতুবন্ধন।

বদলাতে এসে, তুমি নিজেই হয়ে গেছো ফ্যাসিষ্ট বাহু,
স্বৈরাচার , সন্ত্রাসী, চাঁদাবাজ, দেশদ্রোহী আরো বহু!!
যে মালা পড়িয়েছো তুমি গালায় কিণাঙ্ক-কঠিন,
সে যেন না আসে ফিরে অশুভ চিহ্নে আসন্ন দিন।

দূর হয়নি বৈষম্য! যুদ্ধ-দ্বন্দ্ব কত কিছু নিদারুণ কাজে,
এখনো স্বাধীনতা পরাধীন, দেশপ্রেম করুণার মাঝে।
দেশদ্রোহীরা উল্লাসে অশুভচিহ্নে ছুটেছে এই বাংলায়,
নিষিদ্ধ ধারা আনিতে চায় লাল-সবুজের পতাকায়!!

শুনেছি তুমি বদলাতে এসেছো ফ্যাসিবাদের তন্ত্র-মন্ত্র,
এখন বলো তো কোথায় আমার অধিকার গণতন্ত্র ?
দিকে দিকে বহ্নিবান বজ্রসম প্রাপ্য স্বাধীনতা পরাধীন,
শুধু অপকর্ম্ ! অপশক্তিরা বয়ান দিচ্ছে নিশিদিন।

যে মালা পড়িয়েছো তুমি বীর সন্তানের কল্লা টানি,
আসন্নদিনে এ যেন না হয় তোমার অপমান- গ্লাণী।
-------------------------------------------


২৫-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।