শুরু কর বিপ্লব
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শুরু কর বিপ্লব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
হউক বিপ্লব, এ বিপ্লবে যোগ দিতে হবে,
ভীতু হয়ে আর কতকাল তুমি চুপসে থাকবে?
এ মাতৃকা যারা এনেছে তারা আজ অপদস্ত,
শুরু কর বিপ্লব! নব উদ্দ্যামে শুরু কর হে দোস্ত।
অনেক রক্তের পরে তোমার মাকে এনেছিল যারা,
তারাই স্বাধীন পতাকায় লাল সবুজের কবিতা ছড়া।
আবার শুরু হউক বিপ্লব,এ বিপ্লবে তুমি হও বীর,
দেশদ্রোহী দোসরের রাহু গ্রাস হতে রক্ষা কর প্রান্তর।
জানি তোমার মা গরীব,তবু বিপুল স্বাধীন ভবে,
যারা স্বীকৃতি দেয়নি তারা সন্তান হয়েছে কবে?
খুল হে বীর খুল বদ্ধ আঁখি স্বাধীন মাতৃকার কোলে,
দেখ দিকে দিকে আজ দেশদ্রোহীরা শির তুলে।
জেনে রেখ তুমিই পারো হে বিপ্লবী চাঙ্গাতে অঙ্গুলি,
শুরু কর বিপ্লব! এখনি শুরু কর বিপ্লব পতাকা তুলি।
স্বাধীনতা পেয়েছি,গণতন্ত্র আসেনি,মবতন্ত্র থামেনি,
গুম- হত্যা, লুট- তরাজ,স্বৈর শাসকের জুলুম দমেনি!
দিকে দিকে নব্য ফ্যাসিবাদের নমুনা বাংলার প্রাঙ্গনে,
বৈষম্যের মিলন মেলা রন্ধে রন্ধে বিপুল আয়োজনে।
শুনো,মীরজাফর আর মুনাফিকেরা খেলছে নষ্ট খেলা,
শুরু কর বিপ্লব!তোমারে দিয়েছি মা,আর নয় হেলা।
------------------------------------------------
২৬-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।