আমি দিব সুর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি দিব সুর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
তোমার ন্যায় নীতি ভদ্রতায় আমি দিব সুর,
বলব আমি তুমি মহান নেতা প্রীতি-সুমধুর।
নেতা হলেই অভদ্র হতে হবে কে বলেছে তোমায়?
লোকে বলে তুমি চাঁদাবাজ সন্ত্রাসী এই বাংলায় !
তুমি পদধারী, তুমি ক্ষমতাবান,তুমি উগ্র প্রাণ,
তুমি নাকি তরুণ নেতা ! তুমি করো অপমান!
তুমি মবতন্ত্রের ধারক বাহক হোতা প্রমোদ সিন্ধুর,
তোমার ভয়ে কম্পিত সমাজের কণ্ঠ বিষাদবিধুর!!
তুমি ভয়ঙ্কর দৈত্য দানব দুঃখের ক্রন্দনে-
তুমি জন নেতা হও কি করে মুক্তির শ্লোগানে ?
তুমি শুধুই পদের জন্য লালায়িত সেবকের ছন্দ তানে,
তুমি উগ্র বেয়াদব সন্ত্রাসী চাঁদাবাজ স্নিগ্ধশ্যাম মাতৃমুখ-পানে।
তুমি গন্ড মূর্খ্ অযোগ্য পদধারী জাহেলী যুগের ছায়া,
অসুরের বন্দোবস্ত! আসন্ন দিনের অসনি সংকেত অপেয়া।
বলো, তোমার এই হীনচরিত্রে আমি কি দিব সুর ?
না না তুমি নও জাতির গর্ব্ আমার নেতা অতঃপর।
হে নেতা, ভালবাসিয়াছি দেশপ্রেম ন্যায় নীতি আদর্শ্ তোর,
না না তা পারিসনি হতে তুই, এখনো দূর-বহুদূর!!
----------------------------------------------
২৬-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।