সত্যের নেতা হও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সত্যের নেতা হও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
তুমি যদি না এসো কে বাজাবে সেই বাজনা?
বিপুল মধুর মন্দ্রে সেই সুর শুনতে চাই আপনা।

যে সুরে আছে গাঁথা মানবিক কথা পূর্ণচন্দ্র,
সে রজনীতে চাই আমি তোমায় জোৎস্নার শুভ্র।
ঐক্যের ডাক দাও হে যুবক চিত্ত করিয়া নৃত্য-
নব সংগীতে মানবতার গান গাও হে নিত্য।

যদি তুমি জাগো হে সাম্যের বন্ধনে চিত্ত মননে,
মুক্তির অরুণকিরণরশ্মি ফুটিবে দুঃখীর নয়নে।
গুটিয়ে যাবে মব,দখল,চাঁদাবাজি ,সন্ত্রাসী মন্ত্র,
স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কাঁপিয়া উঠিবে জনতারতন্ত্র।

দুঃখীর বলয়ে মানবতার ডাক দাও হে যুবক- মহাতরঙ্গে,
ছোট-বড়, ধনী-গরীব, কালো-ধবল থাকিবে হরষরঙ্গে!
সত্যের নেতা হও অসীম পুলকে বিশ্ব-ভূলোকে,
হিংসা, বিদ্বেষ রাগ-ক্রোধ মুছে দাও সাম্যের আলোকে।

হে নেতা চুক্তি করো হে মানবতা ঐক্যের সু-গম্ভীর স্বরে,
উম্মদ পাগল হয়োনা সফেদ সফেনের মত সমুদ্র-সাগর।
এই নেতৃত্বের তরী ডুবে যাবে বিঘ্ন বিপদ দুঃখ মরণ,
দুলিয়া ফুলিয়া নাচিও না সিন্ধু আপনার ইচ্ছে মতন।

সত্যের নেতা হও সাম্যের ডাকে মানবিক আশ্রম,
কোমল কণ্ঠে মধুর সুরে মুক্তির গান গাও ধরাধাম।
--------------------------------------------


২৬-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০৬-২০২৫ ০২:২২ মিঃ

সুন্দর লিখেছেন