রক্তাক্ত জুলাই
- অথই মিষ্টি
এই জুলাইয়ে ছাত্র জনতার তাজা রক্ত
বিদ্রোহী প্রতিবাদে জ্বলে উঠে হয়েছে সিক্ত
হয়েছে সিক্ত রক্ত ঝরেছে জনসাধারণে
ছাড় পাইনি শিশুও রাজপথে নামা জুলাই জাগরণে।
বৈষম্যের বিরুদ্ধে প্রাণপণে লড়েছে তাঁরা
বেড়ে ওঠা চারা গাছ শক্তিশালী স্তম্ভ ছাত্ররা
বৃষ্টির ন্যায় গুলিবর্ষণেও হয়নি পিচু-পা
আবু সাঈদ কে দেখতেই বোঝা যায় কতটা শক্তিশালী তারা।
চব্বিশের রাজপথে ঝরেছে রক্ত ঝরেছে ঘাম
স্মৃতির পাতায় স্পষ্ট হয়ে রবে রক্তাক্ত জুলাই তার নাম।
০৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।