পরকিয়া বৃষ্টি
- যুবক অনার্য
সেই বৃষ্টির রাতে আকাশে তারা ছিলো
চাঁদ ছিলো সাথে
ঘরহীন মানুষেরা ফিরতে চেয়েছিলো ঘরে
সেই বৃষ্টিভেজা রাতে
তোমার সংগে আমার দেখা হয়েছিলো
তারপর কেটে গেছে কতো মেঘ কতো বৃষ্টি
কতোশতো ঝড়
তোমাকে আঁধার অন্ধকার করে রেখেছিলো
আমাকে জোছনারা আলো ঢেলেছিলো
তোমাকেও জোছনা আর
আমাকেও আধার অন্ধকার
তারপর কথা ছিলো
একদিন বৃষ্টি এলে পরে দু'জনে বজ্রাহত হবো সংগোপনে
কথা ছিলো শিল কুড়াতে গিয়ে
পিছলে যাবে তুমি
মাটির মায়ায় যেনো বা জড়িয়ে রবে
ঘাসফুল সোঁদা গন্ধ তার
হ্যাঁ হ্যাঁ কথা তো ছিলোই
তাই একদিন অন্য কারো বৃষ্টিতে ভিজে গিয়েছিলে
এখনো মনে পড়ে বৃষ্টি এলে তুমি
জর্জেট পাড়ের মতো পরতে পরতে
প্রেমিক বদলে নিয়েছিলে
মনে পড়ে পরকিয়া-পয়ারে তুমি
সতীসাধ্বী কবিতা খুব হতে চেয়েছিলে
__________________________
০৭-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।