সাধারণ আমি
- যুবক অনার্য
আমার ভেতরে আরেক আমি আছে
আমি তাকাই ডানে ভিতরের সে তাকায় বামে
আমি যা ভিতরের সে তা নয় কিংবা আমি তা নই
যা কিনা অই ভেতরের সে-
চিরদিন আমি আর অন্য আমি নিয়ে বিশ্লেষণ
মোটামুটি এরকম।
আমি আর ভেতরের আমি এক হবার জন্যই নাকি যতরকম সাধনা;
আমি সেই সাধনা থেকে বহুবর্ষ দূরের কেউ একজন। এই আমি কিংবা সেই আমি খুব সাধারণ
ছাপোষা মানুষ।
অসাধরণ হবার কোনো ইচ্ছে আমার নেই,
নেই যোগ্যতাও;
তবে সত্য যে সাধারণ একটি জীবনও
আমার কাম্য নয়।
আমার সেই কাম্য জীবনটি তবে কেমন- অসাধারণ? - না, তাও নয়।
সাধারণ ও অসাধারণ এর বাইরে সেই জীবনটি
সম্ভবত এরকম- আমি যখন সুখ অনুভব করি
কারণে কিংবা অকারণে আমি চাই
পৃথিবীর সকলেই সুখী হোক
যখন দুঃখী অনুভব করি আমি চাই
কেউ আমার মতো দুঃখী না হোক;
ভাবি- ভাতের সংগে তরকারি না হোক
গলায় যেনো আটকে না যায়
সেজন্য এক গ্লাস জলের প্লাবন
আর ভাবি জীবনের অপর নাম হোক- প্রেম
কিংবা ভালোবাসা,
মৃত্যুর অন্য নাম হোক -জীবন।
১১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।