দ্বিতীয় মৃত্যুর আগে
- আশরাফুন নাহার
একবার যাব দ্বিতীয় মৃত্যুর আগে ,
ঘুরে আসব লুব্ধকের লুণ্ঠিত আভায় লাল গালিচা পেরুব,
টকটকে লাল রক্তের মতো গোলাপ পাপড়ি ছিঁড়ে বিছিয়ে দেব,
ছোঁব কঙ্কালটার আলগা হয়ে থাকা ভাঙা করোটি।
একটি দুটি টুকরো কাগজের
যাতে রক্তাক্ত অক্ষরগুলো জুঁড়ে দিলে একটা সমগ্র বাংলাদেশ পাব।
ঢাকা মেডিকেলের সামনে সেই রাস্তাটার ধারে দাঁড়াব,
মাঝরাত্তিরে কোলাহল নেই ,
একটা কুকুর কেবল পাহারারত,
হঠাৎ ঘেও ঘেও....
তাড়া করে নাড়িয়ে দেবে হাতের টর্চলাইট,
পড়ে ভেঙে যাবে তা।
আমি দেখব সাদা চাদরে রক্তে লেখা সেই "বাংলা",
"দাঁড়াও,দাঁড়াও একবার" বলে চিৎকার তবু ফিরে তাকাতে অনীহা তার চোখে।
আমি দেখতে পাব না কিছু তবু যাব তার পিছু পিছু।
পেছনে কে যেন আমায় রুখে।
পদ্মার বুকে জোয়ার নাকি ভাটি !
থালা ভরা ভাত নাকি মাটি!
বন্দুকের সিন্দুক ভরা বুলেট আর সাদাচাদরে রক্তাক্ত "বাংলা"।
রাজপথ কাঁদো স্বরে তুমি তো দেখনি রক্তের স্রোত শোন নি তুমি বঙ্গমাতার কান্না।
প্রতিরাতে কেঁদে বলে, " আমার ছেলেদের মারিস নে তোরা.......আর না।"
বুকের মানচিত্র ছিন্নভিন্ন বারুদের চাষ ঘাঁটিতে,
কেতু জড়িয়ে নিদ্রায় শুয়ে আছে এ মাটিতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।