অফিস
- দেবাশীষ মন্ডল
ঘুম থেকে উঠে দেখি বেজে গেছে দশটা
আমার অফিস ঢোকার সময় যে সাড়ে দশটা,
ভয়ে দুরু দুরু কাঁপে আমার মনটা,
বাড়িতে এত খাবার রান্না হয়েছে কোনটা ছেড়ে নেবো কোনটা।
অফিস ঢুকে দেখি বেজে গেছে এগারোটা
অফিসের বসের কাছে খেলাম বকাটা।
মন খারাপ নিয়ে চলল সারাদিন
রাতে ভালো করে ঘুম হলোনা সেদিন।
পরের দিন হলো আবার দেরি ,
কি ভাবে বোঝাবো কি করি।
অফিস গিয়ে দেখি বস আসেনি আজ
হা হা হা আমাকে কে পায় ধ্যাত তোর কাজ।
বসে বসে ফাঁকি মারি আর করি গল্প,
আজ দুপুরে খেলাম স্বল্প।
তারপর ঘুমে হলাম কুপোকাত,
ঘুম ভেঙে দেখি আমার কাঁধে বসের হাত।
হায় রে কিযে করি গেছি চরম ফেঁসে,
সব কিছু বুঝিয়ে বললাম হেঁসে।
বস বললো যেটা বলেছিলাম হয়েছে সেই কাজ,
আমি বললাম আমার সব কমপ্লিট মহারাজ।
১৭-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।