এই রক্তের নদী রেখা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এই রক্তের নদী রেখা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৭-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
শুন্য প্রান্তরে গান বাজে ওই ভীতু কম্পিত সুরে,
এ কেমন শিল্পী তুমি আপন সুর ভুলে ভঙ্গ স্বরে!

জাতিকে শুনাও মুক্তির গান একা একা ছায়াবটে,
এ যে মেরুদন্তহীন কুকুরের ঘেঁউ ঘেঁউ বঙ্গ তটে।
তুমি ঈগলের ভয়ে কম্পিত শঙ্কিত অথর্ব্ নির্বোধ,
বাংলার সুর ভুলে শুনাও দৈত্য দানবের সংবাদ!

তুমি কিসের শিল্পী হে মায়ের আঁচল তলে?
সম্মুখে তোমার জন্ শুন্য তৃণশুন্য বিপুল অনলে।
জড়াজীর্ণ্ ক্লান্তস্রোতে শীর্ণ্ নদী তুমি ধুঁধূঁ বালুচর,
আদর্শহীন মঞ্চে তুমি নব্য ফ্যাসিবাদ- স্বৈরাচার।

তুমি চাটুকার হীনবল শক্তিহীনা মেরুদন্ড বাঁকা,
শরীরের ভাঁজে ভাঁজে মীরজাফের তীলক আঁকা।
ছদ্মবেশী দেশপ্রেমিকের আদলে ফ্যাসিবাদের হোতা,
দেখলেই মনে হয় তুমি সেই তন্ত্রের ভয়ঙ্কর মিতা।

স্বাধীনতার পরেও এ আলোয়, এই গ্রাম, এই পথঘাট,
ঘাতকের বুলেটে রক্ত ঝরে ওই খেয়া ঘাট, শুন্যমাঠ!
এই রক্তের নদী রেখা, ওই সম্ভ্রম হারা মায়ের কোলে,
কিসের গান শুনাও হে শিল্পী প্রতিহিংসার কল্লোলে।
---------------------------------------


১৭-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।