অনুকবিতা : হুম
- অথই মিষ্টি
যদি আঁখিতে স্বপ্ন আসে, আসুক, আসতে দাও
যদি হৃদয়ের আশা জাগে, জাগুক, তাকে জাগতে দাও
কেননা তুমি বিশ্বাস করো আর নাই-বা করো
সময় চলে গেলে অনুভূতি হারিয়ে যাবে, যতই ফিরে চাও।
১৭-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।