যুদ্ধ করে যা আরেকবার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যুদ্ধ করে যা আরেকবার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২০-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
দৃঢ় শপথে যুদ্ধে করে যারা যুদ্ধের ‍ উদ্যান,
বিজয় পতাকা তুলেছে তারা উঁচু শির গর্দান।
যে যোদ্ধা বীর সেনানী জাতিরে করে মুক্তি,
সে হারে না কভূ যুদ্ধের আগে অসুর শক্তি।

যোদ্ধা থাকে সম্মুখে ওই যুদ্ধ রণের প্রান্তর,
শহীদ নয় গাজী তবু সে উচুঁ শির মহাবীর।
তবু ভয়! তবু শঙ্কা হায় স্বাধীনতার দিবাকর,,
মীরজাফর এখনো নিভেছে সে রবি বারবার!!

দেশ প্রেমে সংকট,ঘাতকেরা সজাগ মুনাফিকে আজ,
বিবেক সে ভুলেছে পথ, স্বার্থেরা জেগেছে বুকের মাঝ!
মুক্তির পরেও মুক্তি কি থাকে-
যদি না দেশপ্রেমিকেরা লাল সবুজের ছবি আঁকে!!

বীরের জাতি তবু অশ্রুজল তবু মাথা নত যোদ্ধার,
শক্রুরা বুক চেপে ধরেছে,লুটেছে স্বীধনতা মাতৃকার।
বাঙালি না বাংলাদেশী তাহা জিজ্ঞাসে কোন জন?
আমরা মুক্তিযুদ্ধের উত্তরসূরী একই মায়ের সন্তান।

দিকে দিকে তিমির রাত্রি, বুকে বুকে সঞ্চিত ব্যথার উথরোল,
দেশদ্রোহীরা বিনিদ্র বুনেছে ষড়জাল দুষিত মন্ত্রের কল্লোল!!
হে যোদ্ধা, চেয়ে দেখ ওরা মারছে স্বাধীনতা লক্ষ শহীদের,
দৃঢ় শপথে গর্জে উঠ, যুদ্ধ করে যা আরেকবার, আরেকবার!!
----------------------------------------------


২০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।