জল ভরা আঁখি
- নাহিদ সরদার

‎প্রকৃতির গায়ে আজ শ্রাবণের নাড়া
হেলেদুলে নেচে ওঠে পাতাদের পাড়া।

রেখে আসা প্রেম খোঁজে অতীতের ভুল
‎হাতছানি দিয়ে ডাকে জলে ভেজা ফুল।

কদমের ডালে ডাকে নীড় হারা পাখি
বিরহ বৃষ্টির তলে জল ভরা আঁখি ।


২৩-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।