শান্তির কিনার
- রবিউল ইসলাম রাতুল
আত্মার সন্ধানে আত্মস্থ নিজ,
নীরবতা ভেঙ্গে বুনি সুখ ফলের বীজ।
তবু যেন আর করি না হ্যাঙলামী,
যেথায় নিজেকে বুঝে চলার সন্ধানী।
একদা এক কালে,খুঁজবো চোখ বুঝে,
পেয়ে যাব তার অবয়ব,এই কল্পনারই মাঝে।
নিজের খুটি হয়েছে নড়বড়ে,বিধায় অন্তর জ্বালা,
ধীরে ধীরে বুঝবো সবে,পরিস্থিতি পড়াবে মালা।
এখন এক মিনিটের পথও এক ক্রোশ মনে হয়,
কিন্তু পথের মাঝে পথ খুঁজে,হতে যাচ্ছি নির্দয়।
শান্তি সন্ধানে আগমনী বিরল রূপ,
নারাজ মন তবে হবে না আর নিশ্চুপ।
নিজ ভাবনার চোখে কামুকতা,
তবে মনের চোখে ঘুরে বেড়ায় বিষন্নতা।
সাগরের স্রোতে ভেসে যাওয়ার কথা বহুদূরে,
সাগর আমায় ডুবাই নিল তার বিশাল গর্ভে।
তাও চেষ্টা সর্বশক্তিতে উপরে ওঠার,
পেয়ে যাব সে সাগরের শান্তির কিনার।
২৩-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।