স্মৃতির বলিখেলায়
- তানজির উদ্দিন - খেলা এবং আর্তনাদসম
অব্যর্থ পীড়ন এখন ধেয়ে আসে
নিরব ভঙ্গিমায় হেঁটে চলে এখনো
যারা অবশ্যম্ভাবী করে তুলেছিল
যাবার দিনক্ষণ এখন পোড়ামুখী কন্যার আঁচলে ।
স্মৃতিচিহ্ণগুলো গুমরে গুমরে ওঠে
একেকটি বিশ্বাস একেকটি কান্নার শোর
ওরা বলে এগুলো অকাল তীর্থযাত্রীর চিহ্ণ
বলি নিশ্চিহ্ণ করে দে ওদের যতটা যায়
বলিখেলায় অসীম বীরত্ব এখানে বড় বেমানান ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।