অলৌকিক শক্তি
- দেবাশীষ মন্ডল
চাঁদের আলোয় চুম্বন পেতে,
এবং তারাদের আদর পেতে,
তুমি আকাশ প্রাণে চেয়ে দেখো।
আকাশে একটা একাকী তারা বসে আছে,
ঝিকিমিকি শুরু করে কাঁদতে শুরু করে।
কিন্তু তুমি সেই মেয়ে যে প্রতিদিন হাসির আড়ালে নিজেকে লুকিয়ে থাকে।
তুমি সেই যে নিজের দুঃখ কাওকে দেখওনা।
তোমার হাসি তোমার কান্না লুকিয়ে রাখে।
তোমার হাসি তোমার চিৎকার লুকিয়ে রাখে।
তুমি আমার চোখে দিকে তাকাও
চেয়ে দেখো আমি সেই ঝিকিমিকি তারা।
আমার যন্ত্রণা আর দুঃখ আকাশ থেকে পড়ছে,
আমি তোমার কাছ থেকে সান্তনা খুঁজছি।
কেনো জানো কারণ তোমার কাছে সেই অলৌকিক শক্তি আছে,
সবকিছু হাসিমুখে মেনে নেওয়া।
২৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।