মহাবিপদ সংকেত
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব) ২৫-০৪-২০২৪

অনুভূতির ব্যবচ্ছেদ দেখতে দেখতে ক্লান্ত দু'চোখ,
অশরীরী আহবানের আভাস,
একটু ঘুম চাই ৷
একটু তৃপ্তির ঘুম ৷

অগোছালো প্রলাপের আড়ালে মুখটা মলিন,
নিয়তির দোহাই দিতে দিতে বিভৎস অবয়ব,
একটু মুখোশটা খুলে ফেলতে চাই ৷

সমসাময়িক বুদ্ধিমত্বার নামে বিকিয়ে দেয়া আবেগ,
আর অনৈতিক যন্ত্র হওয়া ,
তোমরা বলেছো আধুনিকতা ৷
একটু অটবীর গহীনে হারিয়ে যেতে চাই ৷
তোমাদের তথাকথিত সভ্যতার মায়াজাল ছিড়ে ৷

স্বার্থপরতা যদি হয় উত্তরনের সিঁড়ি,
উন্নয়ন মানে যদি হয় প্রতারনার গিরি,
আমি বোকাই থাকতে চাই ৷
তাই স্বেচ্ছায় নির্বাসন চাই ৷

তবে এ নির্বাসন কোন প্রস্থান নয়,
পূর্ব প্রস্তুতি,
প্রত্যাবর্তনে হবো মহাপ্রলয়!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।