নিঃশব্দে পৈশাচিক
- তানজির উদ্দিন - খেলা এবং আর্তনাদসম

ব্যপক কান্না ব্যপক শোর ওঠে কান্নাদেবীর
তায় এখনো ঝরছে অনিন্দ্য সুন্দরের পাশে থেকে
বিগলিত হয় মন আত্না এবং আরো পৈশাচিক যারা
তাদের দিকভ্রান্ত কথার ফুলঝুরি দেখে যাই ।
নিঃশব্দে ।

রাত যতটা বাকি এখনো অন্ধকারের মাঝে
গভীর ঘুমের নিশাচর যারা এখনো থাকে
জাগ্রত ওদের চিহ্ণ পেয়ালে গোয়ালের
উত্‍কট গন্ধ সুবাসিত গোলাপের কানন ।
তবু নিঃশব্দ ।

কান্না এবং দেব আর্চিত ঘরের পোশকে
গোয়ালিনীর অভিশম্পাত চলে দিন রাত্র
এবং ক্লান্তিকর সন্ধ্যায় কান্নাদেবীর ঘর
নিঃশব্দ আরাধনায় ।
নিঃশব্দ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।