জুলাই বিপ্লব-এক
- ফয়েজ উল্লাহ রবি

এই দেশ তোমার এই দেশ আমার রাক্ষসীর বাপের না,
লাখ শহীদের রক্তে কেনা স্বৈরাচারের পাপের না।
#০১ জুলাই ২০২৫
মরতে-মরতে শিখে গেছি কেমনে আসে মুক্তি,
হাতে হাত গলায় আওয়াজ ছাত্র-জনতার শক্তি।
#০২ জুলাই ২০২৫
দিচ্ছে জুলাই সাহস বুকে লড়াই করার ক্ষমতা,
স্বৈরাচার আর চোর ডাকাতের দেখাবো না মমতা!
#০৩ জুলাই ২০২৫
জুলাই শেখায় বাঁচার লড়াই মুক্তি স্বাধীনতার স্বাদ,
ক্ষমতারই মসনদ কাঁপা রাজার প্রাসাদে বিষাদ।
#০৪ জুলাই ২০২৫
লাল জুলাইয়ের শপথ নিয়ে গড়বো সোনার দেশ,
নেই ব্যবধান সবাই সমান স্বাধীন বাংলাদেশ।
#০৫ জুলাই ২০২৫
সব ক্ষমতা হউক সমতা মানুষ সবাই বাঁচুক,
কৃষক ছেলে রাজা হলে পারবে না কেউ দেশ বেচুক।
#০৬ জুলাই ২০২৫


২৭-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।