জুলাই বিপ্লব-তিন
- ফয়েজ উল্লাহ রবি
সব দিয়ে খোশ বিন দেশে রোজ ঘাতকেরই তীর,
নতজানু নীতি হারল বাংলাদেশী বীর।
#১৩ জুলাই ২০২৫
বুক ফুলিয়ে গুলি খেলো আনতে সবার সমতা,
অগণিত জীবন দানে মুক্তি পেলো জনতা।
#১৪ জুলাই ২০২৫
মাথা পিছু ঋণের বোঝা হচ্ছে আরো গরিব,
ধনী সাজার লোভ দেখিয়ে সেজে গেছো মনিব।
#১৫ জুলাই ২০২৫
গর্ব দম্ভ অহংকারী পিছ দরজায় পালায়,
আমি আমার পিতাই সব; ধুলো-মাটি লুটায়।
#১৬ জুলাই ২০২৫
কেমনে লড়াই শেখালো সব জুলাই আমার অংহকার,
তাজা প্রাণে আনলো কেঁড়ে বেঁচে থাকার অধিকার।
#১৭ জুলাই ২০২৫
বুকের মাঝে দিলে গুলি আবু সাইদ আর মুগ্ধ,
সাহস দিলো লড়ার হিম্মত হয়নি তো শেষ যুদ্ধ।
#১৮ জুলাই ২০২৫
২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।