মা
- মাহমুদুল মান্নান তারিফ
মায়ের বুকে রেখে মাথা দিতেম আমি ঘুম,
কাঁদলেও মা আদর করে দিতেন গালে চুম।
আমার প্রিয় মা হারিয়ে দুঃখে গেছি ভেসে,
এ পৃথিবী খুব অসহায় লাগছে মনে ঘেষে।
বুকের মাঝে ধাক্কা মারে যখন মনে পড়ে,
চোখকে বলি কাঁদিওনা মা'তো আছেন ঘরে।
সত্যি বলতে মা ঘরে নেই মনের বুঝে কথা,
মনকে কাঁদায় বারেবারে মায়েরই মমতা।
অপারে মা কেমন আছো আমারই অজানা,
মাগো আমার বাবাও নেই জীবন পুরো কানা।
আপন বলতে নেই আর মাগো এ ধরাতে কেহ,
মা ও বাবা ছাড়া আমার শূন্য লাগে গেহ।
-মাহমুদুল মান্নান তারিফ
২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।