বড়ো হলে
- মাহমুদুল মান্নান তারিফ

বড়ো হলে
মাহমুদুল মান্নান তারিফ
(উৎসর্গ প্রিয় ছেলে ফারহান মাহমুদ তারিফকে)

আমি যখন বড়ো হবো লেখাপড়া করে,
আব্বু আম্মুর যত্ন নেবো নিজের জীবন গড়ে।
শুনবো আমার আম্মুর কথা অক্ষরে অক্ষরে,
আদেশমতো চলবো আব্বুর সারাজীবন ভরে।
প্রিয় আব্বুর শিক্ষকতা অনেক অনেক ভালো,
আব্বুর কর্ম রাখলে ধরে জীবন হবে আলো।
আব্বু আমার যেমন কবি দূর আকাশের রবি,
আমার মাঝে থাক লুকিয়ে আব্বুর প্রতিচ্ছবি।
বড়ো হলে আমিও চাই হতে আব্বুর মতো,
দোআ করো আমার জন্য সবাই অবিরত।


২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।