ওগো আমার দয়াল নবী
- মাহমুদুল মান্নান তারিফ

ওগো আমার দয়াল নবী,
তুমি আমার প্রাণের ছবি,
তুমি আঁধার যুগের রবি,
আমি তোমার প্রেমে কবি।

ওগো-ও-মাদিনাওয়ালা,
তুমি দ্বীনের কামলিওয়ালা,
মিটাও আমার প্রেমের জ্বালা,
মন হউক রঙিন গুলে লালা।

ওগো-ও-সবুজের সাথী,
সবুজ গম্বুজ আমার বাতি,
এসব স্মৃতি মনে গাথি,
আমি কবি যে প্রভাতী।

---- মাহমুদুল মান্নান তারিফ


২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।