ইয়া নাবী! ইয়া নাবী!
- মাহমুদুল মান্নান তারিফ
ইয়া নবী! ইয়া নবী!
তুমি যে আমার হৃদয়ের ছবি,
তোমার নূরের খুব তাজাল্লি,
হার মেনেছে দিনেরই রবি।।
দেখেছি তোমার রাওদ্বা মুবারক
অসংখ্য মানুষের ভীড়ে,
ভেবেছি তখন দাঁড়িয়ে আছি
জান্নাত ফিরদাউসের তীরে।
দিয়েছি সালাম পাশে দাঁড়িয়ে
তোমারই উম্মত খাকসার কবি।।
ভাল্লাগেনা ফিরে আসাতে
ঘুম লাগে না কুঁড়ে বাসাতে
চলে এসেছি অনেকই দূরে
আবার দাওয়াত দিও নবী।।
- মাহমুদুল মান্নান তারিফ
২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।