ঈদুল আজহায়
- মাহমুদুল মান্নান তারিফ

মরণের স্বাদ করতে হবে - ভোগ,
ঈদুল আজহায় দুঃখ করি যোগ।

গরিব ঘরে জ্বালাই চুলা - ঈদে,
গোশ্ত দিয়ে দেখাই স্বপ্ন - নীদে।

হে মুসাফির! দুনিয়ায় চার - দিনের,
গরিব লোকের কাঁধ ভরা যে ঋণের।

সম্পদ আছে অঢেল তোমার কাছে,
তোমার গরিব কী খেয়ে যে আছে?

নাও কি তুমি খবর তারই ঘরের?
তাকে ছেড়ে নিচ্ছ খবর পরের!

-মাহমুদুল মান্নান তারিফ


২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০৭-২০২৫ ০৩:০৩ মিঃ

বাহ্ অসাধারণ কাব্যিক নিবেদন।