বিদ্বেষীমন পুড়ন্তই
- মাহমুদুল মান্নান তারিফ
বিদ্বেষী মন পুড়ন্তই
মাহমুদুল মান্নান তারিফ
সমাজপ্রীতি সুস্থজনে স্বধর্মকে সজ্জায়,
অসুস্থরা হিংসা চেটে সুস্থ মরে লজ্জায়।
দুর্মতিজন অসৎকাজে দুষ্টুমিতে উদাত্ত,
দুশ্চরিত্রে তৃপ্তিভরে বীর্য-বর্জ্যের উপাত্ত।
পরের মন্দে লিপ্ত হলেই অবশেষে ধ্বংস,
নিন্দিতই স্বকর্মে ঠিক নিন্দুকই বক বংশ!
ব্যস্ত সদা জড়বস্তু, লোভ-লালসাই কাম্য,
অপদার্থ কেমন করে দেয় উপহার সাম্য?
দৃষ্টি পেলে মুখখানাতে বিষণ্ণতার আবছা,
চিত্তাকর্ষক রসনা তার চিত্ত দেখে ঝাপসা।
রাত-বারোটা, সারারাতই অপকর্মে লিপ্ত,
বজ্জাতের এই আচরণে প্রতিবেশী ক্ষিপ্ত।
বিদ্বেষী মন পুড়ন্তই দেখলে পরের মঙ্গল,
আস্তানাটা সমাজে না বিদ্বেষী যা জঙ্গল।
২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।