জুলাই বিপ্লব- সোনার বাংলাদেশ
- ফয়েজ উল্লাহ রবি

হাজার প্রাণ আর হাজার ক্ষত এলো স্বাধীনতা,
মৃত্যুকে ভয় করেই যে জয় অমর জীবন গাথা।
মুক্তি দিতে আম জনতার জীবন দিলো যাঁরা,
জান্নাতেরই পাখি হয়ে রইবে মনে তাঁরা।
এই যে কথা ভাবের প্রকাশ সব ওদেরই অবদান,
হাসুক সবাই মনের সুখে চায়নি কিছুর প্রতিদান।
ব্যবধান সব হউক যে সমান এইতো ছিলো চাওয়া,
সমতা হউক ইনসাফ থাকুক এই যেনো হয় পাওয়া।
প্রাণ খুলে সব বলুক কথা বিরোধ করুক নির্ভয়ে,
স্বাধীনতার ফলন সবার কান্না-হাসি উভয়ে।
পক্ষ-বিপক্ষ এই খেলাতে আর না চলুক দেশ,
সবাই মিলে সাজানো এক সোনার বাংলাদেশ।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫


২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।