এলাম তোমার টানে
- মাহমুদুল মান্নান তারিফ
এলাম তোমার টানে
মাহমুদুল মান্নান তারিফ
জননীর যতো মনের আকুতি জনক হৃদয়ে ততো,
মদিনা তোমা পরশের তরে মনের আকুতি কতো।
জনক জননীর সালাম দিতে নবীর রওদ্বা শারীফ,
মদিনা তোমার প্রেমে হাজির নবীর উম্মত তারিফ।
সোনার মদিনা প্রাণের মদিনা কতোই সুন্দর তুমি,
তোমার শোভাতে শোভিত হলো এ আরবের ভূমি।
ছুটলাম তোমার পানে,
এলাম তোমার টানে।
দেখছি কুবা সাথে মাহবুবা নামাজ পড়ছি তাতে,
পুণ্যের আশে তাতে গিয়েছি হিসেব করছি সাতে।
দেখেছি ওহুদ, দেখেছি বাগ খেজুর গাছের সারি,
মক্কার জমিনে জাবালে সুর জাবাল রহমত ভারি।
সায়ী করেছি সাফা-মারওয়া তাওয়াফ করি কাবায়,
দেখছি আরাফা মুজদালিফা প্রখর সূর্যের আভায়।
মনের পেরেশানি,,,
দূর করে সব গ্লানি।
যমযম পানি রোগ আরোগ্যে খুব করেছি পান,
উমরা করি তাকবীর দিয়ে বাড়ছে অধিক টান।
আবার ফিরতে মরুবুকে মনের আবেগ বাড়ে,
বাইতুল্লাকে করতে তাওয়াফ সামর্থ্য যা পারে।
হে মদিনা! আসব ফিরে পড়ছি তোমার প্রেমে,
যা দেখেছি তা এঁকেছি আমার স্মৃতির ফ্রেমে।
আজ সাময়িক বিদায়,
কেঁদে যাই পুসিদায়।
রচনা: ২৫ এপ্রিল ২০২৫ মদিনা
২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।