নিঃশেষ প্রাণ
- অথই মিষ্টি
দগ্ধ হওয়া শরীর ঝলসে যাওয়া মন
মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিস্ফোরণ
স্মৃতি জড়ানো ক্লাসরুমটায় পুড়ে যাওয়া কত দেহ
যার পুড়ে গেছে কলিজা হায় সে ছাড়া বুঝবে না আর কেহ
ছিল শখের সন্তান একশো-তোলা
তাদের বাবা-মা এখন ছন্নছাড়া দিকভোলা
স্কুল ছুটি হওয়ার ঠিক দশটা মিনিট পূর্বে
কে জানতো বিধাতার খেলা শিশুরা বেগুনের মতো পুড়বে
নিঃশেষ প্রাণ নিথর দেহ নিয়ে
বেঁচে আছে জননী সন্তান হারা বিরহ নিয়ে
৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।