অগ্নি মানব
- রফিকুল ইসলাম রফিক

হৃদয়ের প্রবল আপত্তি ছিলো মানিনি, মানতে পারিনি
কি আমার চেয়েছিলো মন, মনে মনে সারাটি জীবন
বাসনার কালসাপে ঢেলে দিলো মরণের বিঁষ
মনকে দিলাম ঠেলে জীবনের বাস্তব চিতায়
কেউ বলেনি তা- একেবারে নিজ ইচ্ছায় নিজ বাসনায়।
বুকের পাজরে তাই জমা হলো পাষাণ পাথর
আমি হয়ে গেলাম নিষ্প্রাণ পাথুরে মানুষ।
ভালোবাসা কারে বলে দয়ামায়া প্রীতি বন্ধন
আমি আজ কিছু জানিনা, জানি শুধু কোথায় স্বার্থ কোনভাবে আছে
আছে বিপুল বিত্তবৈভব প্রভাব আর প্রতিপত্তির শেষ মাপকাঠি
আর তা অর্জনে আমায় হতে হবে কতটা নির্দয় কতটা জালিম
জানি আমি জানি।
মৎস্য শিকারীর মতো আমার বর্শিতে আজ লালসার নালসের টোপ
গেঁথে গেছে জীবন সাগরের অজস্র মৎস্য বালক
ওদের হাতেই জ্বলে আমার কামনার নিষ্ঠুর আগুন
আমি আজ মুঠো মুঠো আগুন খেয়েই বাঁচি
আমার নিশ্বাসে আগুন প্রশ্বাসে আগুন
আমার লেলিহান শিখায় আমি পৃথিবী জ্বালাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।