এবার মোরা
- আবু নাছের জুয়েল
একই পথের পথিক মোরা
একডালের ই দুটি পাখি
তোর সুখেই সুখি আমি
দুখি তাও তোর দুখেতে৷
ছোট কিছু ভুলের ঝুড়ি
স্বপ্ন ভাঙ্গার আহাজারি
আমায় ছেড়ে সোনার পাখি
কোথায় তুমি দিলে পাড়ি?
তোমায় ছাড়া একা আমি
নিজেকেই আজ হারিয়ে খুঁজি
চোখের পানি লুকিয়ে বেড়াই
সব চোখেরই অগচরে
ফিরে এস ,ফিরে এস
মন শুধু কয় মৃদ্রুস্বরে৷
তুমি এলে এবার মোরা
ভালোবাসার ঘর সাঁজাবো
আকাশ ঝুড়ে মেঘের ভেলায়
ভালোবাসা ছড়িয়ে দিব
সজের বেলায় তোমায় আমি
ভালোবাসার গান শুনাব
এবার মোরা হাসবো শুধু
কান্নাকে বিদায় দিয়ে৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।