জনতার কথা
- আবু নাছের জুয়েল

৫২' তে পেয়েছি ভাষা ,৭১' এ দেশ
রক্ত দিয়ে নাম লিখেছি সোনার বাংলাদেশ
যুদ্ধকরে স্বাধীন মোরা ভিরু নই
বীরের বেশে যুদ্ধকরি লাগলে প্রয়োজন৷

ঝড়ের দেশের ঝড়ো হাওয়া
তপ্তরোদে ঊষ্ন হাওয়া
পাহাড় ধ্বসে গড়িয়ে যাওয়া
নদীর গ্রাসে নিঃশ্ব হওয়া
এত কিছুর মাঝেও তবু মোৱা ভিরু নই
নতুন করে নতুন আশে মোরা বেঁচে রই

নতুন দিনের নতুন দাবি
দিনবদলের কথা নিলি
সরল সোজা মানুষ গুলো
নতুন জালে আটকে গেলি৷

নানারকম কম্পানি আর
শেয়ার মার্কেটের কাড়াকাড়ি
দিন পোহাতে মানুষ গুলো
সব হারিয়ে নিঃশ্ব হলি৷

নেতা থেকে আজ চোরও ভালো
পুলিশ থেকে ডাকাত আরো
দেশের মাটি সবচেয়ে খাঁটি
নেতা চায় বেঁচতে এটি
জনতার আছে যত
নেতার চাই আরো শত৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।