ব্যাঙের বিয়ে
- শাওন সারথি

ব্যাঙ ভাইয়ের বিয়ে হবে
আসবে কিন্তু তোমরা সবে।
আরও আসবে হরেক পাখি,
বলতে পারো আর কে কে বাকি?
সবাইকে যে বলতে চাই
বিয়ে যে করবে ব্যাঙ ভাই।
তোমরাও বোলো নদীর কাছে
ব্যাঙ ভাইয়ের বিয়ে আছে।
আরও বোলো গাছের কানে
বিয়ের কথা তারা কি জানে?
ব্যাঙ ভাইয়ের বিয়ের দিনে
পারবে না ব্যাঙ ভাইকে চিনে।
রুমাল মুখে চুপটি মেরে
থাকবে বসে হাঁটু গেঁড়ে।
টোপর মাথায় বরের সাঁজে
ব্যাঙ ভাই যে ভীষণ লাজে।
ঢাক ঢোল বাদ্য বাজবে
নানান ঢংয়ে তোমরা সাজবে।
তোমরা কেউ গাইতে পারও,
কেউবা আবার নাচতে পারও,
আবার কেউবা হাজার রঙে
নিজের গায়ে মাখতে পারও।
হরেক খাবার খাবে সবাই
পেট পুরে কেউ আরও চাই।
তোমরা কিন্তু এসো সবাই
বিয়েটা যে করবে ব্যাঙ ভাই!
তোমরা যদি না আসো তবে
ব্যাঙ ভাই যে রাগ করবে
একা একা কান্না করবে,
হয়তোবা বিয়ে না করবে।
তখন বুঝবে তোমরা সবে
ভীষণ মজা
যখন সবাই পাবে তবে
আসল সাজা।
বৃষ্টি যখন হবে না আর
গলবে না মন মেঘ রাজার!
তখন তোমরা কোথায় যাবে?
কোথায় গিয়ে পানি পাবে?
নদী শুকিয়ে যাবে মরে
পাতা শুকিয়ে যাবে ঝরে।
দেশটা হবে পানি শূন্য
মরু হবে সব অরণ্য!
তখন বলবে সবাই মিলে
আবার কখন বিয়ে হলে,
ডেকো আমায় আসবো পাছে
ব্যাঙ ভাইয়ের বিয়ে আছে।
আর হবে না এমন হবার
আসবই সবাই ডেকো আবার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।