কবির রূপকল্প
- শাওন সারথি

একজন কবি মানেই
কিছুটা আক্ষেপ, কিছুটা বিক্ষোভ আর
আংশিক অপূর্ণতার চরম দৈন্যতা।
একজন কবি মানেই
বন্ধন ছিন্ন করা বিমূর্ত রজনী।
নেতিয়ে পরা পুঁইয়ের ডগার মত
যখন চাঁদ আসে তার সমৃদ্ধ রাতের প্রহরে,
যখন নাড়িকেলের শাখ দোল খায়
ঐ পূবের হাওয়ায়, কিংবা
ক্লান্ত অবস্রান্ত দিনের শেষে আশ্রয় খোঁজে
ফণীমনসার চূড়ায় এক ফোঁটা জল!
একজন কবি মানেই
মুহুর্মুহু চুম্বনের স্পর্শে
পানসে ওষ্ঠের স্বাদ।
একজন কবি মানেই
নারীর উন্মুক্ত বক্ষের কারুকার্য!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।