কি সুন্দর
- রফিকুল ইসলাম রফিক
ফাঁস করা এক প্রশ্ন এনে দিলাম খোকার কাছে
-ভালো করে পড়রে খোকা ফল পাবিরে পাছে
কি সুন্দর ভাবনা আমার কি সুন্দর আচার
খেলাম মাথা নিজেই আমি আমার কঁচিকাঁচার।
কোমল শিশুর কোমল মনে দিলাম কালির দাগ
ঘুমাস না আর প্রিয় খোকা জাগরে এবার জাগ
এইটুকু না করলে তুই রইবি পড়ে পিছে
তা না হলে হবেরে তোর জীবনখানি মিছে।
আমার সমাজ উৎসাহ দেয় এসব কাজেই বেশি
এগিয়ে চল সোনার খোকা শক্ত করে পেশি।
মিথ্যা আর দূরাচারে সমাজ ছারেখার
অসির চেয়ে মসি বড় এই কথা নাই আর
মনের ঘর নষ্ট আমার, করি আমি কি তা
কি সুন্দর ভাইরে আমি, কি সুন্দর পিতা।
নগদ কত দিতে পারি দিলাম তারে তাই
এই শিশু কি দেশ চালাবে ভেবে দেখি নাই।
মনের ঘর নষ্ট আমার,করি আমি কি তা
কি সুন্দর ভাইরে আমি, কি সুন্দর পিতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।