কলমে কালি নেই আর
- আশরাফুন নাহার
কলমে কালি নেই আর
কবিতায় মুখ লুকানো না
এবার বাস্তবের মুখোমুখি হব,
যেখানে প্রতিনিয়তই অকথ্য ভাষায় কাব্যের প্রস্থান আর শিশুটির ঝুমঝুমির বেপরোয়া স্বর,
আর কয়েকটা খুব পরিচিত বিকৃত হাসির ফোয়ারা।
কবিতা থেকে জন্মানো মুগ্ধতার গান যেখানে আছাড় খেয়ে নর্দমার নোংরা জলে পতিত,
আমি তার স্বরূপ দেখব,জগতের সব কাব্যের উপকরণ আর কাব্য জগত থেকে বিচ্ছুরিত রশ্মির মতো
আর জগতে ঠাঁই পায় না।
কে কখন মতিরমালা গলায় স্বর্গে যায়
আর কে মতিরমালা গেঁথেই চলে তার খবর কে রাখে?
মতিভ্রম হল কী অকালবোধন হল,সবই জগতকর্তার ইশারায়।
আর এই জাগতিক অস্পষ্ট চিত্রলেখায় আমাদের পরিচলন জন্মমৃত্যু ব্যাপ্তিকাল অবধি।
অযৌক্তিক প্রশাখায় পরিচালিত মনের স্বতঃস্ফুর্ত বিচরন।
কবিতার নেশাগ্রস্ত কবির বাস্তবে পদার্পন।
ছিন্ন কাগজে ভিন্ন কলমের ছায়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।