জুলাই বিপ্লব- দস্যুরানী
- ফয়েজ উল্লাহ রবি
দস্যুরানীর পোষ্য প্রাণী কাম্ড়ায় ছিলো পা’ য়,
জনতার এই অভ্যুত্থান চোর গুলো সব পালায়।
স্বৈরাচারের শক্ত পাথর ভাঙ্গতে আবরণ,
রক্ত নদীর ঢেউ তুলে এই জুলাই জাগরণ।
জালিম শাহীর আলিমেরা চুপ করে ঐ বসে,
আসবে ফিরে স্বৈরাচার ফের; আছে যে সেই আশে।
দখলদারের সাগর বুকে সাঁতরে যারা ছিলে,
সুযোগ পেলেই কামড় দেবে মুক্তির ঐ মিছিলে।
শোক কে করে শক্তি সাহস এসো সবাই দেশ গড়ি,
অনিয়মের ভেঙ্গে দেয়াল কাঁধে কাঁধ রেখে লড়ি।
নতুন করে সাজাবো দেশ থাকবে না ব্যবধান,
সবাই সবার অধিকারে বাঁচবে সুখে সমান।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫
০৪-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।