তোমায় হারাবার পর
- আবু নাছের জুয়েল
কষ্টগুলোকে হার মানিয়ে,
কষ্টের সাথেই করছি বসবাস
তুমি চলে যাবার পরের দিন গুলো
শুধু একাকিত্ব আর নির্জনতার হাহাকার
তোমাকে হারিয়ে আজ,
সত্যিই আপনপথ হারিয়ে ফেলেছি আমি
আমারা কান্না গলো,
আজ বৃষ্টি হয়ে ঝড়ে পরে৷
আমার চঞল মন,
আজ বরপের শীতলতায় কঠিন
আজ আমি যাযাবর বড়,
আজ আমি নিঃশ্ব আর একা৷
হাসির মাঝেও আমার মনে,
দুখের কান্নার রোল
অনেক সুখের দিনে ,
বুকের ভিতর কালো মেঘের গর্জন
বুকের মাঝে কিসের জেন এক চাপ,
আমি আজ কেমন যেন
চেনা আমিই এত অচেনা কেন
কেন আমি এমন হলাম
পেয়েও কেন তোমায় হারালাম৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।