এই শ্রাবণে
- এমদাদ েহাসেন

এই ভারি শ্রাবণে তুমি এসো প্রিয়া, ধীরে—
বৃষ্টির নরম সুরে বাঁধবো হৃদয় ঘিরে।
জীবন চলে যায় যে পথে, থামে না তার হাওয়া,
তবু একটুখানি থেমে এসো, রেখো না কিছু চাওয়া।

মেঘের ওই আড়াল পেরিয়ে, এসো তুমি আলো হয়ে,
আমার নিঃসঙ্গ ঘরে ভিজো, শ্রাবণরাগে গলে।
হাত ধরি চুপিচুপি, থাকবো দুজনে কেঁদে,
তুমি যদি আসো প্রিয়া—এই বর্ষা যাবে বেঁধে।


০৫-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-০৮-২০২৫ ২৩:৪১ মিঃ

সীমাহীন সুন্দর
মুগ্ধ হলাম পাঠে।

এমদাদ েহাসেন
০৬-০৮-২০২৫ ২২:৫০ মিঃ

কৃতজ্ঞতা