অষ্টাদশীর মতো জীব
- এমদাদ েহাসেন
কি জানি দেখেছি তারে কবে
এক বিশুদ্ধ‑বার রাতের মতো,
অন্ধকার অঘ্রাণে, ধোঁয়াটে কুয়াশার মতো।
সেই জেগে আছে আজও, পূর্ণিমার জোছনায়;
জেগে আছে জীবনানন্দ, তার নক্ষত্রের রূপালী আগুনের ভেতর—
অষ্টাদশীর মতো, এক নশ্বর পৃথিবীর জীব হয়ে।
০৫/০৮/২০২৫
০৫-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।