কাপলেট গুচ্ছ
- এমদাদ েহাসেন

১.
চোখের পাতায় আটকে গেছে তোমার ছায়া,
ঘুম এলে কী আসে—তুমি, না স্বপ্নভ্রষ্ট ভয়?

২.
হৃদয়ের উঠোনে রেখেছি তোমার নাম,
তুমি কী রেখেছো? ভালোবাসা, না চিরন্তন অনিশ্চয়তা?

৩.
শব্দের ভেতরে লুকিয়ে রাখি তোমার হাসি,
তুমি কী লুকাও—মায়া, না ভুলে যাবার অভ্যাস?

৪.
ভাঙা নিঃশ্বাসে খুঁজি তোমার প্রতিধ্বনি,
তুমি কী শোনো—ডাক, না অব্যক্ত দুঃখ?

৫.
ভালোবাসার আড়ালে রেখেছি নিজেকে,
তুমি কী রেখেছো—ভান, না বাস্তবতার মুখোশ?


০৫-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।