আবার যখন দেখা হবে মুখ ফিরিয়ে নেবো
- অনিরুদ্ধ রনি
কতকাল আমাদের দেখা হয় না, কথা হয় না
এর মাঝে দেশ পাল্টে গেলো, দশ পাল্টে গেলো
মিছিলে মিছিলে সবাই এক হলো
শেষে যে যার দলে ফিরে গেলো
তুমি আমি যেমন ফিরে গিয়েছি
সময়ের প্রয়োজন শেষে
যার যার কবিতার কাছে...
আমার জীবনানন্দ, তোমার নবারুণ
এভাবে আরো কতকাল যাবে
তোমার আমার দেখা হবে না
যখন হবে দেখা মুখ ঘুরিয়ে চলে যাবো
যে যার বিষণ্নতার কাছে
যে যার বিপ্লবের কাছে
০৫-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।