প্রেমের কাঁদায় মাখামাখি
- অথই মিষ্টি

আমি আদৌ জানিনা, জানিনা তুমি আমার কি দোষ পেয়েছো
‎জানিনা কোন বিষয়ে এতোখানি অভিমানে আমায় ফেলে রেখে চলে গেছো
‎কি ভুল ছিল আমার, যে ফুলের মতো এ জীবনটারে বিষাদময় করে দিলে
‎তোমায় আমি বুকের মাঝখানে জায়গা দিলাম আর তুমি আমায় ছুড়ে ফেলে দিলে
‎ছুড়ে ফেলে দিয়েছো, দিয়েছো কাঁদার মাঝে সে কাঁদায় আজ মাখামাখি আমি
‎নিজের কাছেও অপরিচিত হোলাম চিনতে পারছেনা কেউ পিচন ফিরে তাকিয়ে দেখ তুমি
‎প্রিয়, তোমার প্রেমের কাঁদায় পরিপূর্ণ ডুবে গেছি আমি
‎কিন্তু আমার কাছে, ছিলে আছো এবং থাকবে চিরো রমনী হয়ে তুমি
‎আমি আদৌ জানিনা, জানিনা তুমি আমার কি দোষ পেয়েছো
‎এতোখানি ভালোবাসি তোমায় তবুও কেন আমায় ছেড়ে চলে গেছো?


০৭-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।