তুমি আমার আসমান হইও
- অথই মিষ্টি

তুমি আমার আসমান হইও
‎যে আসমানে সূর্য হারালে চাঁদ হাসে
‎আর চাঁদ হারালে সূর্য আসে
‎অতল গহ্বর ও নক্ষত্র যার মাঝে
‎তুমি আমার সীমাহীন সে আসমান হয়ে
‎সমস্ত হৃদয়ে থেকে যেও
‎প্রিয়, তুমি আমার আসমান হইও।

‎জানি তোমারো দুঃখ হয়
‎তোমার দুঃখ হলে বৃষ্টি হয়ে ঝড়েপড়িও
‎দুঃখের সে অথৈ জলে আমায় ভিজিয়ে দিও
‎আমার এ উত্তল হিয়ার উষ্ণতা গ্রহণ করিও
‎যেন তোমাতেই আমার হৃদয় আটকে রয়
‎সারাক্ষণ এ বেকুল হৃদয় তোমার কথাই কয়
‎জানি প্রিয় তোমারো দুঃখ হয়।

‎প্রিয়, তুমি আমার আসমান হইও
‎আমার সব চাওয়া গুলো তোমার বিশালতায় জমে রাখিও
‎স্বপ্নে আমায় তোমার ছোঁয়ায় রঙিন রঙে রাঙিয়ে দিও
‎ক্ষুদ্র এ আমায় তোমার সীমানায় এক খন্ড মেঘ করে আটকে নিও
‎তুমি আমার সেই বিশাল আশ্রয়ের ঠিকানা হইও
‎আর তোমার নিকটগামী আমায় বানাইও
‎প্রিয়, তবুও তুমি আমার আসমান হইও।


০৭-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।