তুমি আমার আসমান হইও
- অথই মিষ্টি
তুমি আমার আসমান হইও
যে আসমানে সূর্য হারালে চাঁদ হাসে
আর চাঁদ হারালে সূর্য আসে
অতল গহ্বর ও নক্ষত্র যার মাঝে
তুমি আমার সীমাহীন সে আসমান হয়ে
সমস্ত হৃদয়ে থেকে যেও
প্রিয়, তুমি আমার আসমান হইও।
জানি তোমারো দুঃখ হয়
তোমার দুঃখ হলে বৃষ্টি হয়ে ঝড়েপড়িও
দুঃখের সে অথৈ জলে আমায় ভিজিয়ে দিও
আমার এ উত্তল হিয়ার উষ্ণতা গ্রহণ করিও
যেন তোমাতেই আমার হৃদয় আটকে রয়
সারাক্ষণ এ বেকুল হৃদয় তোমার কথাই কয়
জানি প্রিয় তোমারো দুঃখ হয়।
প্রিয়, তুমি আমার আসমান হইও
আমার সব চাওয়া গুলো তোমার বিশালতায় জমে রাখিও
স্বপ্নে আমায় তোমার ছোঁয়ায় রঙিন রঙে রাঙিয়ে দিও
ক্ষুদ্র এ আমায় তোমার সীমানায় এক খন্ড মেঘ করে আটকে নিও
তুমি আমার সেই বিশাল আশ্রয়ের ঠিকানা হইও
আর তোমার নিকটগামী আমায় বানাইও
প্রিয়, তবুও তুমি আমার আসমান হইও।
০৭-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।