পায়ে ডান্ডাবেরি আর হাতে লোহার চুড়ি
- অনিরুদ্ধ রনি
এখন একটা গুমোট শব্দ পাই।
শব্দটা আজকাল আমার কানের খুব নিকটেই বাজতে থাকে।
ঝনঝন ঝনঝন করে বাজতে থাকে। আমি জানতাম আমি প্রচণ্ড একাকীত্বের মাঝে বসবাস করি।
কিন্তু এখন প্রায়ই অনুভব করি দুইজন চরিত্রকে।
একজন স্বর্গ হাতে নিয়ে দাড়িয়ে আছে আর অন্যজন নরক।
লৌহবদ্ধ ঘরে আমি একা বসে আছি।
এই ঘরটার নাম পাগলা গারদ। মানে আমি আছি মানসিক হাসপাতালে।
আমার হাতে পড়িয়ে দেয়া হয়েছে লোহার চুড়ি আর পায়ে ডান্ডাবেরি ।
শুধু পাগল নয়। আমাকে তোলা হবে আসামির কাঠগড়ায় । কাঠগড়ায় আমাকে অপরাধী হিসেবে দোষী উল্লেখ করা হবে। আর আমি আছি নিষ্ঠুর সময়ের মাঝে। নিষ্ঠুর সময় আমাকে আটকে ফেলেছে গণ্ডির মাঝে।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।