প্রথম ছোঁয়া
- অনিরুদ্ধ রনি

বিদ্রোহ বাতাসের ভেতর হেঁটে হেঁটে
আমি তোমার কাছে পৌঁছেছিলাম
চলার পথে দমকা হাওয়া এসেছিলো
নক্ষত্র থেকে খসে পড়া আলোর ভেতর অন্ধকারও ছিলো
তবুও বিরাম চিহ্ন এঁকে দেয়নি দূরন্ত ফাল্গুন।

তোমার ঠোঁটে ঠিকানা ছিলো
জাতিস্মরের স্পর্শ আদিমরসে সিক্ত হয়ে
বারবার তার ঠিকানায় পৌঁছেছে
শরীরের ভেতর সঙ্গমের মহাকাব্য রচনা করেছে
বেলা অবেলায় জেগে উঠা ঘাসফুলেরা।

এক জোড়া শীতল অথচ উষ্ণ
উন্মুক্ত বিষন্নতার নগ্ন পায়ে এঁকে দিলো ফাল্গুনের আগুন
হাতের মুঠোয় নিয়ে নিলো
অনন্ত বসন্ত।

হে প্রিয়তম,অনন্ত বসন্তে ভালোবাসার নিমন্ত্রণ।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।