তোমায় ঘিরে
- অনিরুদ্ধ রনি

তার চোখেতে রাখবো জমা
অভিমানের নদী,
জলের সাথে হাবুডুবু
চলবে নিরবধি।
ক্ষরার মনে বৃষ্টি বুঝি
নামবে অঝোর ধারায়,
মুঠোয় ভরা আলোক-রশ্মি
ভেতরটাকে নাড়ায়।
সিদ্ধান্তের দ্বিধায় থেকে
ঝুমরি নাচে মন,
মুক্তচিন্তায় আসন নিয়ে
এলো সেই জন!
হারিয়ে যাবে মেঘের ছায়া
পলকহীন চোখে,
নীল আকাশের পাখী হবো
কেইবা মোরে রোখে!!
মেঘলা পথে পা বাড়িয়ে
হাঁটছি মেঘের মত,
সূর্য এসে অভিমানে
জ্বালায় মোরে শত।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।