কবিতা হারিয়ে যায়
- অনিরুদ্ধ রনি

কতরাত ভেবে রাখি, আজকের ভেবে
রাখা কালকের কাগজে উঠবে ফুটে
হায় আমার কবিতা কোথায় ?
দিনের আলোতে সে মুখ লুকায়
কোনদিন তাকে আর পাব না ফিরে।
কতরাত জেগে জেগে গড়ে তুলি
অপরূপ কবিতার দেহলতা
বর্ণিল সাজসজ্জা অলঙ্কার রূপের বাহার
সরু তার কটিদেশ, উন্নত নাসা
কোমল কপোল রেশমের মতো ঠোঁট
যক্ষ কবিতার শরীর কেবলই যায়
হারিয়ে অতল বিস্মৃতির ভিতর।
দিনরাত আমার অসংখ্য কবিতা
হারিয়ে যায়, জনারণ্যে অথবা
নিভৃতে স্বপনে।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।