অনিরুদ্ধ ৭
- অনিরুদ্ধ রনি
অনিরুদ্ধ জানো...?
সুন্দর সুন্দর সব আকাশের ছবি,
আজকাল ফেসবুক জুড়ে দেখি।
তোমার আকাশের মতো সূর্যহীন নয়।
একেবারে ঝলমল করছে আলোয় আলোয়!
ভাবছি--
এই আকাশটা আগেও ছিলো।
ছিলোনা কারও দেখার সময়!
সারাদিন দৌড়ঝাঁপ আর রাতে একরাশ ক্লান্তি নিয়ে-
বিছানায় গা এলিয়ে দিয়ে
ভুলেই গেছে সবাই জীবনের মানে।
অথচ এসব নিয়ে তোমার বিশেষ কোন ভাবনাই ছিলোনা-
তুমি বলতে --
জীবন কি টাকা বানানোর কারখানা?
নাকি উদয়াস্ত নাভিশ্বাস তোলা খাটনি!
তখন রাগ করলেও
আজ ভাবছি -
সত্যিইতো!
অর্থহীন খরচের অতিরিক্ত অর্থ উপার্জনের মধ্যে -
হারিয়ে গেছে মানুষ,মানবিকতা,
আর জীবনের ছোটাখাটো কতো আনন্দ!
এমনকি আয়নায় নিখুঁতভাবে দেখা হয়নি নিজেকেও!
অনিরুদ্ধ -
সবাই খালি ছোটে আর ছোটে।
অথচ তুমি ছিলে কী ভীষণ নির্বিকার!
আকাশ কিংবা বরফ দেখেই দিব্যি কাটিয়ে দিতে একটা দিন!
অনিরুদ্ধ-
বেগুনি ফুল তোমার কতোইনা প্রিয় ছিলো--
তুমি বলতে--
পিচঢালা পথ ছেয়ে যাবে সাদা আর বেগুনি ফুলে ;
আমরা ধীর পায়ে হেঁটে যাবো সে অন্তহীন পথে।
অনিরুদ্ধ-
বেগুনি ফুল আছে, পিচঢালা পথও আছে
শুধু তুমি নেই -!
যদিও, আজ আর ভয়ে কেউ সে পথে হাঁটেনা।
অবশ্য-
তুমি নিশ্চয়ই এসবের তোয়াক্কা করতেনা!
অনিরুদ্ধ -
কতো কথা জমে আছে এ হৃদয়ে
তুমি কি জানো তা?
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।